বর্তমান বিশ্বে ইন্টারনেট শুধু তথ্য জানার জন্য কিংবা বিনোদনের জন্য নয়। এটি এখন আয়ের বিশাল একটি ক্ষেত্র। অনলাইন ইনকাম এখন এমন এক জনপ্রিয় ট্রেন্ড। যেখানে বাড়িতে বসে লাখ মানুষ অনলাইন থেকে ঘরে বসে ইনকাম করছে। অনেকে এখন ইউটিউবে ভিডিও বানিয়ে, ফ্রিল্যান্সিং করে, আবার কেউ মোবাইল গেম বা লটারী খেলে ইনকাম করছে।
অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করা। কেননা এখানে আপনার কোন ধরণের ইনভেস্ট করতে হবে না। শুধুমাত্র মোবাইল ফোন ও ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে। তাহলে চলুন ফ্রি লটারি খেলা টাকা ইনকাম সম্পর্কে দেখে আসি।
 |
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম |
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম?
অনলাইনে লটারী খেলে টাকা ইনকামের উপায় খুবই সহজ। অনলাইনে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপ তাদের ইউজারদের ফ্রি টিকিট দেয়। যাতে তারা দৈনিক বা সাপ্তাহিক লটারীতে অংশ নিতে পারে। প্রতিটি টিকিটে একটি নির্দিষ্ট নম্বর থাকে। যদি এই নম্বর ড্রয়ের সময় বিজয়ী নম্বরের সঙ্গে মিলে যায়।
তাহলে তুমি নগদ অর্থ বা গিফট কার্ড জিতে নিতে পারবে। এই প্ল্যাটফর্মগুলো মূলত বিজ্ঞাপন থেকে আয়ের একটা অংশ ইউজারদের মধ্যে পুরস্কার হিসেবে বিতরণ করে। তাই এখানে ইনভেস্টমেন্ট ছাড়াই ইনকাম করা সম্ভব।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম অ্যাপস
মূলত এধরণের বেশিরভাগ অ্যাপস ভুয়া ও প্রতারণামূলক হয়ে থাকে। তাই অবশ্যই অ্যাপসের রেটিং গুগল প্লে স্টোরে দেখে এরপর ফ্রি লটারী খেলতে হবে। আপনাদের উচিত সতর্কতার সহিত কাজ করা, যাতে প্রতারণার না হন। আর যে সমস্ত অ্যাপসে আপনারা নিশ্চিন্তে লটারী খেলে টাকা ইনকাম করতে পারেন। এরকম বেশ কিছু বিশ্বস্ত অ্যাপস আমরা নিছে উল্লেখ করেছি। যেমনঃ
1. FreeLotto.com
FreeLotto হচ্ছে বিশ্বের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় অনলাইন লটারী সাইট। এটি ১৯৯৯ সাল থেকে এখন পযন্ত নিরবিচ্ছিন্নভাবে চলতাছে। এবং এখানে অনেক কাজ করে নিয়মিত পেমেন্ট নিচ্ছে।
আপনারা এখানে একাউন্ট খুলে প্রতিদিন ফ্রি লটারী টিকিট পেতে পারেন। প্রতি টিকিটে ছয়টি সংখ্যা বাছাই করতে হয়। আর যদি সেই নম্বরগুলো মিলে যায়, তাহলে আপনি এখান নগদ ডলার পেয়ে যাবেন।
2. Lucktastic
Lucktastic হলো যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অ্যাপ। যেখানে দৈনিক স্ক্র্যাচ কার্ড খেলে গিফট কার্ড ও নগদ ইনকাম করা যায়। এই অ্যাপটিতে লটারী ছাড়াও কুইজ খেলে স্পিন গেম খেলে ইনকাম করতে পারবেন।
3. TimeBucks
TimeBucks শুধু লটারী খেলার সাইট নয়। এখানে সার্ভে, ভিডিও দেখা, টাস্ক সম্পন্ন করা এবং Lucky Draw ইভেন্টে অংশ নিয়ে ইনকাম করা যায়।
এই সাইটে ডলার ইনকাম করলে তুমি Payeer, Bitcoin বা Airtm-এর মাধ্যমে টাকা তুলতে পারবে।
4. Swagbucks
Swagbucks মূলত সার্ভে ও ভিডিও দেখার সাইট। তবে Spin to Win ফিচারটি ইউজারদের লটারী ধরণের ইনকামের সুযোগ দেয়। এখানে প্রতিদিন লগইন করলে স্পিন করে পয়েন্ট জেতা যায় যা পরবর্তীতে গিফট কার্ড বা PayPal ক্যাশে রূপান্তর করা যায়।
5. Big Time Cash
এটি একটি ফ্রি লটারি খেলার জনপ্রিয় ইনকাম অ্যাপ। এখানে আপনারা বিনামূল্যে লটারি খেলে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও এই অ্যাপটিতে আপনারা বিভিন্ন গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন। এবং এখান থেকে আপনি পেপালের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।
6. Lucky Day
ফ্রি লটারি খেলার আরেকটি জনপ্রিয় অ্যাপ হচ্ছে Lucky Day. এই অ্যাপটি বর্তমানে ১০ লাখের ও বেশি ব্যবহার করছে। এবং গুগল প্লে স্টোরে অ্যাপটির রেটিং ৪.৫ স্টার। এই অ্যাপের মাধ্যমে আপনারা ক্যাশ ড্র এর মাধ্যমে, স্ক্র্যাচ করে এবং স্পিনিং করে ইনকাম করতে পারবেন। এখানে আপনার ইনকাম করা টাকা আপনি পেপাল কিংবা গিফট কার্ডের মাধ্যমে নিতে পারবেন।
 |
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম |
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম সাইট
এতক্ষণে আমরা আলোচনা করেছি ফ্রি লটারি খেলে টাকা ইনকাম অ্যাপস সম্পর্কে। এখন আমরা আলোচনা করবো ফ্রি লটারি খেলার সাইট সম্পর্কে। যে সাইট গুলো আপনারা গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করলে পেয়ে যাবেন।
বলে রাখা ভালো যে, এধরণের সাইট অধিকাংশই প্রতারণা করে থাকে। এবং পেমেন্ট করার সময় নানান সমস্যা করে। তাই এই সাইটগুলো সম্পর্কে ভালো করে রিচার্জ করে, বিশ্বস্ততা দেখে এরপর কাজ করবেন। তাহলে চলুন ফ্রি লটারি খেলা টাকা ইনকাম সাইটগুলো নিচে তালিকা আকারে দেখে নেই। যেমনঃ
- Freemoji Lottery
- Pick My Postcode
- Free Lottery
- Lucky Emoji
- Raffall’s Free Lottery
- Free Birthdate Lottery
আমরা উপরে যে সাইট গুলোর নাম উল্লেখ করছে এগুলো বিশ্বস্ত সাইট। এগুলোতে আপনারা নির্দ্বিধায় লটারি খেলতে পারেন। এবং যদি এখানে ধৈর্য নিয়ে কাজ করেন। তাহলে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করা কি হালাল?
আমাদের ইসলামে ধর্মে যেহেতু হালাল ইনকাম করতে বলা হয়েছে। তাই আমাদের প্রত্যেককে হালাল ইনকাম করতে হবে। এবং যে ইনকাম গুলো হারাম সেগুলো বর্জন করতে হবে। মহান আল্লাহ তাআলা হালাল রুজি উপার্জনকারী ও ভক্ষণকারীকে ভালোবাসেন।
তাই আপনারা যেহেতু ফ্রি লটারী খেলে টাকা ইনকাম এটি হালাল নাকি হারাম তা জানেন না। তাই সবার আগে আমাদের জানতে হবে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম হালাল নাকি হারাম। বর্তমানে অনলাইন জগতে যে ফ্রি লটারী খেলে টাকা ইনকাম সাইটগুলোর রয়েছে।
এগুলো সব কিন্তু হালাল না। অনেক সাইট রয়েছে যেগুলো সরাসরি হারাম। তাহলে চলুন প্রথমে আমরা ফ্রি লটারী খেলে টাকা ইনকাম হালাল সাইট গুলো দেখে আসি।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম হালাল সাইট
আমরা সকলে জানি, সব ধরণের টাকা দিয়ে লটারি খেলে টাকা ইনকাম করা হারাম। তবে কিছু ফ্রি লটারি রয়েছে যেগুলো হালাল। ধরুন এমন সাইট যেখানে কোন ডিপোজিট করতে হচ্ছে না। আপনি পরিশ্রমের বিনিময়ে ইনকাম করছেন তাহলে সেগুলো হালাল হবে। যেমনঃ
ক্যাপচা টাইপিং, গেম খেলা, কুইজ খেলার মাধ্যমে ইনকাম করেন তাহলে সেগুলো হালাল হবে। তবে অবশ্যই ফ্রি হতে হবে। আপনি যদি এগুলো অর্থ দিয়ে থাকেন তাহলে হারাম। আর সবচেয়ে ভালো হয় আপনি যখন এরকম ইনকাম সাইটে কাজ করবেন। তখন সে সাইট সম্পর্কে আগে আপনার মসজিদের ইমাম সায়েবকে জিজ্ঞেস করে নিবেন।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম করার হারাম সাইট
বর্তমানে যেসব সাইটে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতামূলক ভাবে লটারী লাগানো হয় সেগুলো হারাম। যেমনঃ 1x*bet, Mel*bet ইত্যাদি। এখন অনেকে দেখবেন 1x*bet সাইটে গেমস বা খেলার মধ্যে বাজি ধরে। এটি সরাসরি জুয়ার মধ্যে অর্ন্তভূক্ত। তাই মনে রাখবেন এ ধরণের সাইট থেকে ফ্রি/পেইড ভাবে লটারী খেলে টাকা ইনকাম করলে সেটি জায়েজ হবে না।
ফ্রি লটারী খেলে টাকা ইনকাম এর বিকল্প
বর্তমানে আপনি অনলাইন থেকে নানান উপায়ে ইনকাম করতে পারবেন। আপনার যদি কোন কাজে দক্ষতা থাকে। কিংবা আপনি প্রশিক্ষণ নিয়েও অনলাইনে থেকে হালাল ভাবে ইনকাম করতে পারবেন। বর্তমানে অনলাইনে ইনকাম করার অনেক জনপ্রিয় সাইট রয়েছে। যেমনঃ
আর্টিকেল রাইটিং, ব্লগিং, এফিলিয়েট মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। আপনার যদি এই কাজগুলো সম্পর্কে দক্ষতা না থাকে। তাহলে আপনি কোন প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে কাজ করে ইনকাম করতে পারবেন।
শেষকথা?
ফ্রি লটারি টাকা ইনকাম এটি আপনি খুব কম পরিমাণে ইনকাম করতে পারবেন। আপনি যদি ফ্রিল্যান্সিং সেক্টরে বিশেষ কোন কাজের দক্ষতা অর্জন করেন। তাহলে আপনি অনলাইন জগতে ঘরে বসে ইনকাম করতে পারবেন।
তখন আপনার সে ইনকামটা হবে হালাল। এবং আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আশাকরি আজকের এই আর্টিকেলটি পড়ে আপনার অনেক উপকার হয়েছে। এরকম আর্টিকেল পেতে আগ্রহী হলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ