এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

বর্তমান আধুনিক প্রযুক্তির যুগে অনলাইন থেকে ইনকাম খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এখন আর মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করতে হবে না। শুধু হাতে থাকা মোবাইল ফোন দিয়ে ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন। এবং উপার্জন করা টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। আজকে আমরা আলোচনা করবো এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট। আপনি যদি আপনার হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে চান। তাহলে আজকের এই আর্টিকেলটি সম্পূর্ণ মনযোগ সহকারে পড়ুন। 

এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট


এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট এটা শুনে অনেকে প্রশ্ন করে থাকেন। আদোও কি এমন কোন অ্যাপস বা ওয়েবসাইট আছে। যেগুলোর মাধ্যমে এড দেখে টাকা ইনকাম করা যায়। হ্যাঁ অবশ্যই যদি সঠিক পন্থা অবলম্বন করে কাজ করেন। এবং ধৈর্য নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই সম্ভব। আপনি যদি স্টুডেন্ট থাকা অবস্থায় ইনকাম করতে চান। 

তাহলে এড দেখে টাকা ইনকাম করতে পারেন। এখন অনেকে স্টুডেন্ট কিংবা অবসর সময় কাজে লাগিয়ে এড দেখে টাকা ইনকাম করছে। আপনি যদি ধৈর্য নিয়ে কাজ করতে পারেন। তাহলে দৈনিক  ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন। এবং ইনকাম করা টাকা খুব সহজে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।

এড দেখে টাকা ইনকাম?

অনেকে হয়তো ভাবছেন এড দেখে কিভাবে টাকা ইনকাম করা যায়। এর আসল উপায় কি? তাহলে চলুন আর কথা না বাড়িয়ে এড দেখে টাকা ইনকাম সম্পর্কে বিস্তারিত জেনে আসি। যেমনঃ


এড দেখে টাকা ইনকাম করার আগে আমাদের জানতে হবে এড আসলে কি? এড হচ্ছে কোন কোম্পানি বা ব্যবসায় প্রতিষ্ঠানের প্রোডাক্ট বা সার্ভিস প্রচারের  জন্য যে বিজ্ঞাপন দেওয়া হয় তাকে এড বলে। বর্তমানে বিজ্ঞাপন বা এই এড দেখার জন্য ব্যবহারকারীদের কিছু অর্থ প্রদান করা হয়। 


আপনারা জারা এড দেখে টাকা ইনকাম করতে চাচ্ছেন। তাদের এই এড দেখে টাকা ইনকাম করতে হবে। তাহলে চলুন এড টাকা ইনকাম করার জনপ্রিয় কিছু ওয়েবসাইট সম্পর্কে জেনে আসি। 


বাংলাদেশে জনপ্রিয় এড দেখে ইনকাম করার ওয়েবসাইট?

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বেশ কিছু ওয়েবসাইট রয়েছে। যেগুলোতে অবসর সময় এড দেখে টাকা ইনকাম করা সম্ভব। তবে সব সাইটও কিন্তু বিশ্বস্ত না, তাই কাজ করার আগে অবশ্যই যাচাই বাছাই করতে হবে কোন সাইট গুলো সত্যি পেমেন্ট দিয়ে থাকে। তাহলে চলুন  জনপ্রিয় ও বিশ্বস্ত ওয়েবসাইট গুলো দেখে আসি। যেমনঃ


1. Swagbucks

আপনি যদি এড দেখে টাকা ইনকাম করতে চান। তাহলে Swagbucks এ এড দেখে টাকা ইনকাম করতে পারেন। বর্তমানে Swagbucks হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি ইনকাম সাইট। আপনি যদি এড দেখে বিকাশে পেমেন্ট নিতে চান। তাহলে অবশ্যই এই ওয়েবসাইটটি কাজ করতে পারেন।


এই সাইটটি ইউজারদের জন্য সবসময় অসাধারণ সব সুবিধা দিয়ে থাকে। এই সাইটে কাজ করার জন্য প্রথমে আপনার একটি একাউন্ট তৈরি করুন। ইনকাম করার জন্য প্রথমে এদের সাইটে গিয়ে সাইন আপ করে নিতে হবে। এরপর এখানে এড দেখে সার্ভে করে, ভিডিও দেখে এবং গেম খেলে ইনকাম করতে পারবেন।


পেমেন্ট নিবেন কিভাবে?

Swagbucks সাইটে পেমেন্ট নেওয়া জন্য কমপক্ষে ১০০ SB হলে আপনি ১ ডলার পাবেন। এবং সর্বনিম্ন ৫ ডলার হলে এখান থেকে Paypal এর মাধ্যমে বিকাশে পেমেন্ট নিতে পারবেন। চাইলে বাংলাদেশের অন্যান্য মোবাইল ব্যাংকিং সেবা যেমনঃ নগদ, রকেট, ফোনপে ইত্যাদির মাধ্যমেও পেমেন্ট নিতে পারবেন।


2. Adsterra 

Adsterra হলো একটি এড নেটওয়ার্ক ইনকাম সাইট। এটি মূলত ওয়েবসাইট মালিকদের জন্য সবচেয়ে সুবিধা জনক ইনকাম মাধ্যম। তবে ভয়ের কিছু নাই নতুনরা এই সাইটে Social Bar Ads এবং Popunder Ads দেখে টাকা ইনকাম করতে পারবে।


পেমেন্ট নিবেন কিভাবে?

Adsterra সাইটে সর্বনিম্ন $5 হলে WebMoney, PBitcoin, Bitcoin ডলার ট্রান্সফার করে। বিকাশ নগদ, রকেট, ফোনপে ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন।


এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট

এড দেখে টাকা ইনকাম বিকাশে পেমেন্ট


3. Jumptack

এই সাইটে আপনারা বিভিন্ন ধরণের টাস্ক সম্পন্ন করে ইনকাম করতে পারবেন। এবং বিভিন্ন এড দেখে, গেম খেলে ও সার্ভে করে ইনকাম করতে পারবেন। এখানে টাস্ক গুলোর যেমনঃ মধ্যে বিজ্ঞাপণে এ ক্লিক করে, ক্যাপচা টাইপিং করে  এবং বিভিন্ন অ্যাপ টেস্ট করে ইনকাম করতে পারবেন।


পেমেন্ট নিবেন কিভাবে?

Jumptack একটি বিশ্বস্ত এড দেখে টাকা ইনকাম সাইট। এই সাইট থেকে আপনার বিকাশ, নগদ ইত্যাদির মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এধরণের সাইটে আপনি যদি ধৈর্য সহকারে কাজ করতে পারেন। তাহলে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন।


4. TimeBucks  

TimeBucks একটি বাংলাদেশি জনপ্রিয় PTC (Paid To Click) ও সার্ভে সাইট। এই সাইটে আপনি সার্ভে পূরণ, বিজ্ঞাপন দেখা, ভিডিও দেখা এবং সোশ্যাল মিডিয়ায় ফলো করা সহ আরও বিভিন্ন ধরণের কাজ করে ইনকাম করতে পারবেন।


পেমেন্ট নিবের কিভাবে?

TimeBucks সাইটে আপনি ন্যূনতম উত্তোলন $10 হলে Payeer, Air TM, TransferWise থেকে বিকাশ ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। এই সাইটিও একটি বিশ্বস্ত ইনকাম সাইট, তাই এখানে এড দেখে ইনকাম করতে পারবেন।


5. Honeygain

Honeygain একটি এড দেখে টাকা ইনকাম সাইট।  ঘরে বসে যদি এই সাইটে নিয়মিত কাজ করা যায়।  তাহলে দৈনিক ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করা সম্ভব। এখানে কাজ করার জন্য আপনার একটি জিমেইল আইডি দিয়ে সাইন আপ করে। সাইটে থাকা ফিচার থেকে এড দেখে ইনকাম করতে পারবেন।  


পেমেন্ট নিবেন কিভাবে?

বিশ্বস্ত এই সাইটে মাত্র ২০ ডলার হলেই Paypal এর মাধ্যমে উইথড্র করতে পারবেন। এরপর সহজেই Paypal থেকে বিকাশে পেমেন্ট নিতে পারবেন।


5. Ouo.io (Link Shortener)

Ouo.io এটি একটি URL Shortening ইনকাম সাইট। এখানে একটি লিঙ্ক শেয়ার করার পর যদি সেই লিঙ্ক কেউ ক্লিক করে। তাহলে বিজ্ঞাপন দেখা যাবে এবং আপনি সেই ক্লিক কাউন্ট এর মাধ্যমে টাকা পাবেন। Ouo.io এ প্রতি ১,০০০ ক্লিকে থেকে আপনি $1 থেকে $5 পযন্ত ইনকাম করতে পারবেন। 


পেমেন্ট নিবেন কিভাবে?

এখানে আপনি সর্বনিম্ন $5 ডলার হলে PayPal, Payoneer এর মাধ্যমে ডলার উইথড্র করতে পারবেন। এবং পরে বিকাশ কিংবা এর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। 


স্ক্যাম ও প্রতারণা থেকে বাঁচার উপায়?

এই আর্টিকেলে এড দেখে টাকা ইনকাম করার অনেক ওয়েবসাইট উল্লেখ করেছি। যেমনঃ Honeygain, TimeBucks, Jumptack, Adsterra, Swagbucks ইত্যাদি। এসব বিশ্বস্ত সাইটে আপনারা এড দেখে ইনকাম করতে পারবেন। 

তবে মনে রাখবেন অনলানে অনেক ভুয়া সাইট রয়েছে। যারা দিনে ৫০০ টাকা ইনকাম কিংবা এক ক্লিক এ ১০০ টাকা ইনকাম এরকম লোভ দেখিয়ে থাকে। এগুলো সাধারণত মিথ্যা ও প্রতারণার ফাদ। তাই অবশ্য সতর্ক থেকে কাজ করতে হবে।


নির্ভরযোগ্য আয়ের উপায়?

এড দেখে ইনকাম, এটি মূলত পার্ট টাইম ইনকাম। অর্থাৎ অবসর সময় কাজে লাগিয়ে পকেটে খরচ চালানোর মতো ইনকাম৷ উপরে উল্লেখিত সাইট গুলোতে আপনি কখনও ভালো পরিমাণে বা মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন।  নির্ভরযোগ্য ও ভালো পরিমাণে টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনার কিছু দক্ষতা অর্জন করতে হবে। যেমনঃ


ফ্রিল্যান্সিং

ফ্রিল্যান্সিং সেক্টর এটি বর্তমানে জনপ্রিয় ও ফুলটাইম কাজ করার মতো একটি প্ল্যাটফর্ম। এখানে দক্ষতা অনুযায়ী কিংবা কোন প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আপনি বিভিন্ন মার্কেটপ্লেসে ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবেন।


ব্লগিং

ব্লগিং এ আপনি আর্টিকেল লিখে এর ওয়েবসাইটে পাবলিশ করে ইনকাম করতে পারবেন। এখানে আপনি যদি নিয়মিত লেখালেখি করে, গুগল এডসেন্স এপ্রুভ করতে পারেন। তাহলে ব্লগিং করে মাসে অনেক টাকা ইনকাম করতে পারবেন।


আমাদের শেষকথা? 

এড দেখে ইনকাম করতে হলে অবশ্যই ধৈর্য সহকারে সঠিক সাইট বাচাই করে কাজ করতে হবে। যেন কোন রকম প্রতারণার শিকার না হন। এছাড়াও অনেকে এখন ফ্রিল্যান্সিং করেও ইনকাম করছে। তাই মোটা অংকের টাকা ইনকাম করতে চাইলে ফ্রিল্যান্সিং করতে পারেন। 

আশাকরি আজকের আর্টিকেল থেকে আপনারা অনেক কিছু জানতে পারছেন। আর্টিকেলটি সম্পর্কে যদি কোন মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। এরকম তথ্যবহুল আর্টিকেল পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

*

Post a Comment (0)
Previous Post Next Post