মোবাইল ফোনের দাম

মোবাইল ফোনের দাম নির্ভর করে তার ব্র্যান্ড, মডেল ও ফিচারের উপর। যা কয়েক হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। এখন তো সামনে প্রায় অর্ধ কোটি টাকা দামেরও ফোন আসতে চলেছে। বর্তমানে বাংলাদেশে তিন হাজার টাকার নিচে বাটন ফোন থেকে শুরু করে। ২০,০০০ - ৩০,০০০ টাকার স্মার্টফোন (Samsung, Redmi, Poco) এবং আরও দামি গেমিং ও ফ্ল্যাগশিপ ফোনও পাওয়া যায়। যেখানে কম বাজেটে Itel, Lava, Symphony ও মিড-রেঞ্জে Infinix, Realme, Oppo-এর ভালো অপশন আছে।

মোবাইল ফোনের দাম

এছাড়াও Vertu-এর মতো বিলাসবহুল বাটন ফোনের দাম ২৫ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তাই প্রিয় পাঠকগণ আমরা নিচে মোবাইল ফোনের দাম এবং মোবাইল ফোন সম্পর্কে সমস্ত কিছু বিস্তারিত জানবো। এই আর্টিকেলটি পড়লে আপনি মোবাইল বিষয় ভালো ধারণা পাবেন। এবং বাংলাদেশের বর্তমান মোবাইল বাজার সম্পর্কে আপনার ভালো ধারণা হবে।


মোবাইল দাম?

মোবাইলের পারফরম্যান্স, ক্যামেরা ডিসপ্লে ইত্যাদি সমস্ত কিছু বিবেচনা করে একটি ফোনের দাম নির্ধারণ করা হয়। এই ভালো পারফরম্যান্স দেওয়া ফোনগুলোই বাজারের অন্যান্য ফোনগুলোর চেয়ে এগিয়ে থেকে সেরার খেতাব অর্জন করে।


উল্লেখ্য যে, এখানে আমরা কোন কোম্পানির ফোনের দাম উল্লেখ করিনি। ভ্যারিয়ান্ট এর উপর ভিত্তি করে নিচে উল্লেখিত ফোনগুলোর দাম ভিন্ন ভিন্ন হতে পারে। আমরা নিচে যে ফোনগুলোর নানান বিষয় তুলে ধরেছি। সে সব ফোনের মধ্যে অধিকাংশের দাম ৭৯৯ ডলার এর বেশি হয়ে থাকে। যেমনঃ


শাওমি ১৩ প্রো

আধুনিক সব ফিচারস ও সেরা ক্যামেরার সুবিধা দেওয়া এই ফোনটি বিশ্বের সেরা স্মার্টফোন তালিকার শীর্ষস্থানের যোগ্য দাবিদার। শীর্ষস্থানের তালিকার অন্যান্য ফোনের চেয়ে দামে কম হলেও এটিতে কোন ফিচারের কমতি নেই।


১২০ হার্জ রিফ্রেশ রেট এবং অসাধারণ ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরার এই ফোনটিতে ফ্ল্যাগশিপ ফিচার। যেমনঃ

  • র‍্যাম - সর্বোচ্চ ১২ জিবি
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • স্টোরেজ - সর্বোচ্চ ৫১২ জিবি
  • ডিসপ্লে - ৬.৭৩ ইঞ্চি
  • ব্যাটারি - ৪৮২০ মিলিএম্প
  • চার্জিং - ১২০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস।
  • প্রাইমারি ক্যামেরা - ৫০ মেগাপিক্সেল ট্রিপল।
  • সেলফি ক্যামেরা - ৩২ মেগাপিক্সেল।


স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫

স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫ ফ্লিপ ফোন হওয়ায় এটি বেশ অসাধারণ সব সুবিধা অফার করছে। যা ফোনটিকে বিশ্বের সেরা স্মার্টফোন এর তালিকায় স্থান করে দিয়েছে।


এই ফোনটির দাম তুলনামূলক কম এবং এর ফিচারগুলোও অসাধারণ। আমরা নিচে স্যামসাং গ্যালাক্সি জি ফ্লিপ৫ এর স্পেসিফিকেশন গুলো উল্লেখ করেছি। যেমনঃ

  • র‍্যাম - সর্বোচ্চ ৮ জিবি
  • স্টোরেজ - সর্বোচ্চ ৫১২ জিবি
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • ডিসপ্লে - ৬.৭ ইঞ্চি
  • ব্যাটারি - ৩৭০০ মিলিএম্প
  • চার্জিং - ২৫ ওয়াট
  • প্রাইমারি ক্যামেরা - ১২ মেগাপিক্সেল ডুয়াল।
  • সেলফি ক্যামেরা - ১০ মেগাপিক্সেল।

মোবাইল ফোনের দাম

মোবাইল ফোনের দাম

অপো ফাইন্ড এক্স৬ প্রো

বর্তমান বাজারে ফাইন্ড এক্স সিরিজের মাধ্যমে প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে সঠিকভাবে নিজেদের উপস্থাপনে সক্ষম হয়েছে অপো। ফোনটিতে ফ্ল্যাগশিপ গ্রেড ক্যামেরার পাশাপাশি প্রয়োজনীয় সকল ফিচার যুক্ত রয়েছে।


তাছাড়া অপোর এই ফোনটি সেরা সব ফিচারের কারণে গ্রহকের কাছে জনপ্রিয়তা পায়। আমরা একনজরে অপো ফাইন্ড এক্স৬ প্রো এর স্পেসিফিকেশন দেখে নেই। যেমনঃ

  • র‍্যাম - সর্বোচ্চ ১৬ জিবি
  • স্টোরেজ - সর্বোচ্চ ৫১২ জিবি
  • প্রসেসর - স্ন্যাপড্রাগন ৮ জেন ২
  • ডিসপ্লে - ৬.৮২ ইঞ্চি
  • ব্যাটারি - ৫০০০ মিলিএম্প
  • চার্জিং - ১০০ ওয়াট ওয়্যারড, ৫০ ওয়াট ওয়্যারলেস।
  • সেলফি ক্যামেরা - ৩২ মেগাপিক্সেল
  • প্রাইমারি ক্যামেরা - ৫০ মেগাপিক্সেল ট্রিপল।


আরো পড়ুন: ই-কমার্স কি? ই-কমার্স এর সুবিধা ও অসুবিধা সমূহ


সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫

সনি কিছুদিন আগে তাদের এক্সপেরিয়া ১ সিরিজে একদম প্রফেশনাল গ্রেড ক্যামেরা ফিচার অফার করছে। এছাড়াও সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ ডিভাইসটিতে ১২০ হার্জ রিফ্রেশ রেট, শক্তিশালী প্রসেসর এবং অসাধারন ডিসপ্লে ও অডিও সেটাপ রয়েছে। তাই আসুন আমরা নিচে সনি এক্সপেরিয়া ১ মার্ক ৫ এর স্পেসিফিকেশন দেখে নেই। যেমনঃ

  • র‍্যাম - সর্বোচ্চ ১২ জিবি
  • স্টোরেজ সর্বোচ্চ ৫১২ জিবি
  • প্রসেসর - স্নাপড্রাগন ৮ জেন ২
  • ডিসপ্লে - ৬.৫ ইঞ্চি
  • ব্যাটারি - ৫০০০ মিলিএম্প
  • চার্জিং - ৩০ ওয়াট
  • সেলফি ক্যামেরা - ১২ মেগাপিক্সেল
  • প্রাইমারি ক্যামেরা - ৪৮ মেগাপিক্সেল ট্রিপল।


আইফোন ১৫ প্লাস

বর্তমানে আইফোন ১৫ প্লাস সেরা স্মার্টফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে। মূলত এর ব্যাটারি ব্যাকাপ, পারফরম্যান্স এবং অসাধারণ ক্যামেরা এর মাধ্যমে।


আইফোন ১৫ প্লাস ফোনের অত্যন্ত প্রয়োজনীয় ফিচার গুলো গ্রহকদের মন ছুয়ে দিয়েছে। চলুন একনজরে  আইফোন ১৫ প্লাস এর স্পেসিফিকেশন দেখে নেই। যেমনঃ

  • র‍্যাম - সর্বোচ্চ ৬ জিবি
  • স্টোরেজ - সর্বোচ্চ ৫১২ জিবি
  • প্রসেসর - অ্যাপল এ১৬ বায়োনিক
  • ডিসপ্লে - ৬.৭ ইঞ্চি
  • ব্যাটারি - ৪৩৮৩ মিলিএম্প
  • সেলফি ক্যামেরা - ১২ মেগাপিক্সেল
  • প্রাইমারি ক্যামেরা - ৪৮ মেগাপিক্সেল ডুয়াল।

বিশ্বের সেরা মোবাইল ফোন কোনটি


বিশ্বের সেরা মোবাইল ফোন কোনটি

বর্তমানে সেরা মোবাইল ফোন কোনটি তা সম্পূর্ণ নির্ভর করে ব্যবহারের উপর। যেমনঃ ক্যামেরা, মোবাইলের পারফরম্যান্স বা ব্র্যান্ড ভ্যালু ইত্যাদির উপর।

বর্তমানে Samsung এবং Apple ফোনগুলো বাজারের সেরা হিসেবে বিবেচিত হচ্ছে। ক্যামেরা ফোনের ক্ষেত্রে, ২০২৬ সালের DxOMark র‍্যাঙ্কিং অনুসারে Huawei Pura 70 Ultra প্রথম স্থানে রয়েছে।


কোন মোবাইল সবচেয়ে ভালো ২০২৬

২০২৬ সালে সবচেয়ে ভালো মোবাইল তা পুরোপুরি নির্ভর করে আপনার বাজেট ও প্রয়োজনের উপর। ফ্ল্যাগশিপে SamsungApple সবারর চেয়ে এগিয়ে। এবং ক্যামেরা ও গেমিংয়ের জন্য OPPO Find X8 Ultra সেরা হিসেবে ধরা হয়।

এছাড়াও  বাজেট সেগমেন্টে Samsung Galaxy M14, Vivo Y29 , Redmi 13C/14C কিংবা Poco M6 5G দারুণ অপশন। এগুলো পারফরম্যান্স ও ব্যাটারি লাইফ ভালো।


বিশ্বের সেরা ১০ টি মোবাইল কোম্পানি ২০২৬

২০২৬ সালের বিশ্বের সেরা মোবাইল কোম্পানিগুলোর মধ্যে Samsung, Oppo, OnePlus, Realme, Apple, Xiaomi, Vivo, Motorola প্রধান। যেখানে Samsung ও Apple বাজারের শীর্ষস্থানে থাকে। এবং Xiaomi, Vivo, Oppo-এর মতো চীনা ব্র্যান্ডগুলো বিশ্ব বাজারের বড় অংশ দখল করে আছে।

যা বাজারের চাহিদা ও প্রযুক্তিগত উদ্ভাবনের উপর ভিত্তি করে পরিবর্তন হয়ে থাকে। আমরা নিচে বর্তমান বিশ্বের সেরা ১০ টি মোবাইল কোম্পানি নাম উল্লেখ করলাম। যেমনঃ

  1. Apple (United States)
  2. Samsung (South Korea)
  3. XiOnePlus (China)
  4. Oppo (China)
  5. Vivo (China)
  6. Motorola (United States)
  7. OnePlus (China)
  8. Realme (China)
  9. Honor (China)
  10. Tecno / Infinix (China)


নিউ মোবাইল ফোন

২০২৬ সালে বেশ কয়েকটি নতুন মোবাইল ফোন বাজারে আসার জোরালো সম্ভাবনা রয়েছে। যার মধ্যে প্রধান ব্র্যান্ডগুলোর ফ্ল্যাগশিপ এবং ফোল্ডেবল মডেল উল্লেখযোগ্য। চলুন দেখে নেই নতুন কি কি মোবাইল আসতে চলেছে। যেমনঃ


1. Samsung Galaxy S26 সিরিজ

 এই ফ্ল্যাগশিপ সিরিজের ফোনগুলো সম্ভবত ২০২৬ সালের জানুয়ারির শেষে লঞ্চ হতে পারে। শুনা জাচ্ছে S26 Ultra মডেলটিতে উন্নত জুম লেন্সসহ ক্যামেরা আপগ্রেড এবং দ্রুততর ৬০W চার্জিং সুবিধা থাকতে পারে।


আরো পড়ুন: মোবাইল ফোন কে আবিষ্কার করেন


2. OnePlus 14

২০২৬ সালের জানুয়ারিতে এই ফোনটি লঞ্চ হওয়ার কথা রয়েছে। এটিতে সর্বশেষ স্ন্যাপড্রাগন ৮ সিরিজের চিপ সঙ্গে ব্র্যান্ডের পরিচিত সুপার-ফাস্ট চার্জিং থাকতে পারে।


3. Redmi Note 15

শাওমি এই মডেলটি ২০২৬ সালের জানুয়ারির একদম শুরুতে ভারতে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। আশাকরা যায় এটি খুব তারাতাড়ি বাংলাদেশের বাজারেও আসবে।


উপসংহার?

বর্তমান প্রযুক্তির যুগে মোবাইল ফোন শুধু যোগাযোগের মাধ্যম নয়। বরং এটি আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য সঙ্গী হয়ে গেছে। বাজারে কম বাজেটের ফোন থেকে শুরু করে প্রিমিয়াম এবং ফ্ল্যাগশিপ ফোন সব ধরনের মোবাইল ফোন এখন সহজলভ্য হয়ে গেছে।

ব্যবহারকারীর প্রয়োজন, বাজেট, ক্যামেরা পারফরম্যান্স এবং ব্র্যান্ডভেদে ফোনের দাম ও মান সম্পূর্ণ আলাদা হয়ে থাকে। তাই অবশ্যই মোবাইল কেনার আগে নিজের প্রয়োজন ও বাজেট বিবেচনা করে। তবেই সঠিক ফোনটি নির্বাচন করা উচিত।

আশা করি এই আর্টিকেলটির মাধ্যমে মোবাইল ফোনের দাম, ফিচার, ব্র্যান্ড এবং আগামী দিনের নতুন মডেল সম্পর্কে আপনারা স্পষ্ট ধারণা পেয়েছেন। তো আজকে এ পযন্তই, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।

*

Post a Comment (0)
Previous Post Next Post